পুলিশিং সেবা সমাজের দোর গড়ায় পৌঁছে দেওয়ার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রামের রাজিবপুরে বিট পুলিশিং সেন্টারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজিবপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বিট পুলিশিং সেন্টারে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদলের সভাপতিত্বে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চর রাজিবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো.নবীউল ইসলাম, এস আই গোলক চন্দ্র,এ এসআই নুর সাদেক,রাজিবপুর কৃষি উপ-সহকারি কর্মকর্তা আবদুর রশীদ প্রমুখ। মাদক,বাল্য বিবাহ,জুয়া খেলা,নারী নির্যাতন প্রতিরোধ সহ সমাজের সকল স্তরের মানুষ সহজেই সেবা নিতে পারে সে জন্য এই বিট পুলিশিং সেন্টার স্থাপন করা। ওসি নবীউল ইসলাম জানান,সমাজের অনেক মানুষ আছে,যারা থানায় এসে সেবা নিতে ভয় পায়। সে কারণে সপ্তাহে ২ দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার রাজিবপুর ও কোদাল কাটি ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং সেন্টার থেকে সেবা দেওয়া হবে। যাতে মানুষ নির্ভয়ে সেবা নিতে পারে। অবহিতকরণ সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।