ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদে রাজু সিকদার মাদকের ব্যবসার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়,চরচারতলা ইউনিয়নের সিকদার বাড়ির রাজু সিকদার গোপনে ফেনসিডিলসহ মাদকের ব্যবসা করে আসছে দীঘদিন ধরে।এমন খবরের ভিত্তিতে চরচারতলা সিকদার বাড়ির রাজু সিকদারের বাড়িতে বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান পরিচালনা করে ৫৫ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্দার করে।এসময় রাজু সিকদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পরবর্তীতে তাকে প্রথমিকভাবে জিজ্ঞাসাকাদ করলে রাজু সিকদার মাদকের ব্যবসার কথা স্বীকার করে।তার(রাজ সিকদার) বিরোদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রাজু সিকদারকে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন,মাদকের বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের জিরো টলারেন্স ঘোষনা করেছে। যেখানে মাদক আছে সেখানে আশুগঞ্জ থানা পুলিশের অভিযান চলবে। মোট কথা মাদক নিয়ে পুলিশের কোন আপস নাই।তিনি বলেন,আমি যতদিন আশুগঞ্জ থানায় আছি ততদিন মাদকের সাথে কোন আপস করা হবে না।এজন্য উপজেলার সর্বস্তরের জনগণের সর্বাত্বক সহযোগিতা চান ওসি জাবেদ মাহমুদ।