ইঁদুর নিধনের জন্য বিষ প্রয়োগে প্রতিবেশির মুরগি মরাকে কেন্দ্র করে বেদম মারপিটে এক মধ্য বয়সী নারী গুরুতর আহত হয়েছেন। এমনি ঘটনা ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে। গুরুত আহত সাহেদা আক্তার (৪৮) একই গ্রামের মো. রতন মিয়ার স্ত্রী।
এ ঘটনায় গত বুধবার রাতে গুরুতর আহত সাহেদা আক্তার (৪৮) নিজে বাদি হয়ে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা আল মামুন খন্দকারের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. আইন উদ্দিন মন্ডল (৪৭), মৃত কামরুল মিয়ার স্ত্রী মোছা. মমতা বেগম (৪৫), মৃত লাজিত ম-লের ছেলেদ্বয় মো. রেজু মন্ডল (৫২) ও মো. সুলতান মন্ডল (৫৪), সুলতান মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (২০), মৃত কামরুল মিয়ার ছেলে মোস্তাক মিয়া সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ দায়ের করার রাতেই সাহদার আক্তারের অবস্থা অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের বিবরনে জানা যায়, আহত সাহেদা আক্তার তার বাড়িতে ইঁদুর নিধনের জন্য বিষ প্রয়োগ করলে এতে প্রতিবেশি আসামি পক্ষের ১টি মুরগি মারা যাওয়ায় অভিযোগকারীকে গালমন্দ সহ যেখানে পাবে সেখানে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি চেয়ারম্যানকে জানানো জন্য সাহেদা আক্তার গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে তার রাস্তা অবরোধ করে। পরে আসামি রেজু মিয়ার হুকুমে অন্যান্য আসামিরা রড দিয়ে বেদম আঘাত করলে অভিযোগকারীর বাম পা হাড়ভাঙ্গা ও ডান ডান ফোলা জখম সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয় এবং তার গলায় স্বর্ণের চেইন খোয়া যায়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করিম বলেন, বুধবার রাতেই অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।