রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বরোমনির বটের গাছ এলাকায় ক্ষতিগ্রস্থ ৪৫টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল জলিল, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মনসুর, কলেজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিব গোলদার, রংপুর জেলা সভাপতি মোহাম্মদ বিন সিদ্দিক। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু। এ উপলক্ষে ইশা ছাত্র আন্দোলন গংগাচড়া শাখার সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গংগাচড়া শাখার সভাপতি মুক্তার হোসেন, সহ-সভাপতি আজিজুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন উপজেলা সেক্রেটারী শুফি আহমদ প্রমূখ।