খুলনার পাইকগাছায় উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালেদ হোসেন সিদ্দিকী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সমূহ পরিদর্শন করেন। মঙ্গলবার বিকালে উপজেলার কপিলমুনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর স্থাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সমূহ পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযুদ্ধে রাজাকার ঘাঁটি বলে খ্যাত রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত বাড়ি, ঐতিহ্যবাহী কপিলমুনি (বিণোদগঞ্জ)স্মৃতিসৌধ (বধ্যভূমি), ইউনিয়ন ভূমি অফিস, ২নং কপিলমুনি ইউনিযয়ন পরিষদ, চা পট্টি, মাছ বাজার, মাংস পট্টিসহ ও বাজার চাঁদনী সরেজমিনে পরিদর্শন করেন। অপরদিকে কাশিমনগর মানিকতলা মাদ্রাসাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার শাহাদাত হোসেন বাচ্চু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ইউএলএ) মোঃ জাকির হোসেন প্রমুখ