খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আক্তারুজ্জামান বাবু উপজেলায় কর্তব্যরত চিকিৎকদের এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় সাধ্যমত ভূমিকা রাখার অনুরোধ করেছেন। মহামারী করোনা সংকটকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ ও ঘাটতি পূরণে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সেল থেকে প্রধানমন্ত্রী প্রদত্ত হাইফ্লো হিউমিডিফায়ার অক্সিজেন কনস্ট্রেটর যন্ত্র হস্তান্তর কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ মুহুর্তে জনবল কাঠামো অভাবের কথা স্বীকার করে তিনি দায়িত্বশীলদের হাসপাতালকে পরিবেশ বান্ধব রাখতে পরিস্কার-পরিছন্নতা বজায় রাখার পরামর্শ দেন। বুধবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলাদারের সভাপতিত্বে এ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরন সাধু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু। আ'লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় এ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ ইফতেখার বিন রাজ্জাক, ডাঃ বাপ্পা দাশ, ডাঃ খুকুুমনি, ডাঃ মোঃ আমিনুর রহমান, সহযোগি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, শুধাংশু শেখর মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক সভাপতি শামসুর রহমান, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থপ্রতিম চক্রবর্তী, ও রায়হান পারভেজ রনি প্রমুখ।