ডুমুরিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায নারীর উপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। এমনকি ওই নারীর শ্লীলতহানির চেষ্টা করা এবং পরিবারের সদস্যদেও জীবননাশের হুমকি দেয়া হয়েছে ঘঁনাটি ঘটেছে উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামে। এ ঘটনায় হামলার শিকার ওই নারী মঙ্গলবার রাতে ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ডুমুরিয়া থানার ১০৫০ নম্বর জিডিতে আবদুল হামিদ শেখের মেয়ে রেশমা খাতুন উল্লেখ করেছেন গত ২২ আগস্ট আরাজি ডুমুরিয়ার ইসলাম শেখের বাড়ির সামনে দাঁড়িয়ে তার ( ইসলাম শেখ) সাথে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি কথা বলছিল। এ সময়ে তার ( রেশমা) ভাই মাসুদ শেখ বিল থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিল। তাকে দেখে অপ্সাত ওই দুই ব্যক্তিকে দাঁড়িয়ে রেখে ইসলাম শেখ বাড়ির মধ্যে চলে যায়। মাসুদ শেখ তাদের কাছে জানতে চান সেখানে তারা কেন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারা কোন উত্তর না দেয়ায় মাসুদ শেখ তাদেরকে বলেন গাঁজা কিনতে এসেছেন। এ কথা শোনার পর ইসলাম শেখ, সাত্তার শেখসহ আরও কয়েকজন এসে মাসুদ শেখকে মারপিট করার চেষ্টা করলে রেশমা এগিয়ে আসে। তখন ইসলাম শেখ, সাত্তার শেখ অন্যরা রেশমার শরীরের কাপড় টানা হেঁচড়া করে লাঞ্ছিত করে।
তিনি জিডিতে আরও উল্লেখ করেন ইসলাম শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। হাজতবাসও করেছেন। ওই পরিবারের সকলেই মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত বলেও উল্লেখ করা হয়।