কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ২৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোজাম্মেল হক ও তার পুত্র রফিকুল ইসলাম। ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী জানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি পরিবারের ৪টি টিনের ঘর, একটি রান্নাঘর, গরু, ছাগল, হাঁস, মুরগী, ধান, চাল, আসবাপত্র ও নগদ অর্থসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।