ভোলার তজুমদ্দিনের মেঘনায় ভাসনভাঙ্গার চরের পাশ দিয়ে আসার সময় ভাংতি এলাকার গাছ পড়ে ৬ মাঝি মাল্লাসহ একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা ৫ জেলে সাতার কেটে তীরে উঠলেও শফিউল্যাহ নামে এক জেলে নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে জেলেরা।
নৌকার মাঝি ইব্রাহীম জানায়, সোমবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরে ভাসনভাঙ্গার চরের পাশ দিয়ে নৌকা চালিয়ে ঘাটে আসার পথে চরের ভাংতি এলাকার একটি গাছ নৌকার উপর পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সকল জেলে তীরে উঠলেও শফিউল্যা স্রােতে নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বুধবার সকালে তারা একই এলাকায় লাশ ভাসতে দেখে উদ্ধার করে। শফিউল্যাহ বোরহান উদ্দিন উপজেলার সাচড়া গ্রামের আবদুল আলীর ছেলে।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার হারুনর রশিদ বলেন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা নদীতে অনেক খোঁজাখুজি করেছি। আজ সকালে ঐ ট্রলারের অন্য জেলেরা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।