নেত্রকোনার কলমাকান্দায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার অত্র উপজেলার খারনৈ, নাজিরপুর ও লেঙ্গুরা ইউনিয়নের ২৪০টি গরীব ও অসহায় পরিবারে মাঝে সরকারী নির্দেশ মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষার কিট, ওয়াশ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে। এ ছাড়া ৫০৯ টি পরিবারকে প্রতি পরিবারে ৩ হাজার টাকা করে প্রায় ১৫ লক্ষাধিক টাকা নগদ প্রদান করা হয়েছে। বিতরনকালে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূইয়া, কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু ও এপি ম্যানেজার পরিতোষ রেমা প্রমুখ।