কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কমিটি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের লোকেরা। এ সময় বাধা দিতে গেলে একজনকে কুপিয়ে আহত করেছে।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, উপজেলার ৩২ নং ভুরকাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েরে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে স্কুল অভিবাবক সদস্যরা যোগ্য প্রার্থী হিসাবে মহিফুল ইসলাম হিটলারকে মনোনীত করেন। কিন্তু প্রতিপক্ষ বিচ্ছাদ আলী ও সহযোগীরা এর বিরোধিতা করে গত ২৩ আগস্ট রাত সোয়া ৮ টার দিকে বিচ্ছাদ আলী, বাবু সহ ৭/৮ জন লোহার রড হাতুড়ী নিয়ে ভুরকা বাজারে হিটলারের ঔষধের দোকানে হানা দিয়ে স্কুল কমিটি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র জোর করে কেড়ে নেয়।
এ সময় প্রতিবাদ করলে হিটলারের ছোট ভাই সান্টু আলী (৩০) কে হাতুড়ী ও রড দিয়ে হামলাকারীরা পিটিয়ে আহত করে চলে যায়। এরপর আহত সান্টুকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায়, বিচ্ছাদ ও তার সহযোগীরা এলাকায় নানা ধরণের অপরাধ কর্মকাণ্ডে জড়িত বিধায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে মহিফুল ইসলাম হিটলার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, এ ঘটনায় উভয় পক্ষকে সংঘর্ষে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।