‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শেরপুর শাখার উদ্যোগে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে সদর উপজেলা চেয়ারম্যানের বাড়ির প্রাঙ্গনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা চেযারম্যান মো. রফিকুল ইসলাম।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শেরপুর শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এ. এম. মাজহারুল ইসলাম। এতে বক্তব্য দেন পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো. সামিউল আলম, মোস্তাফিজুর রহমান আরিফ, বোরহান উদ্দিন প্রমুখ।
পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো. সামিউল আলম জানান, পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মধ্যে প্রায় ৬ হাজার বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাস্তার পাশে কয়েকটি বৃক্ষের চারা রোপণ করেন।