গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ১২ বোতল বিদেশি মদসহ গাজী মোঃ ওয়ালিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃত ওয়ালিদ যশোর জেলা কোতয়ালী থানার হামিদপুর গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে।
র্যাব জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী বাজার এলাকায় বিদেশী মদ ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১এর সদস্যরা গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী বাজার হোন্ডা রোড ৫৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এর সামনে (দক্ষিণ) পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় গাজী মোঃ ওয়ালিদকে গ্রেফতার করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১২ বোতল বিদেশী মদ, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ৬ (ছয়শত) টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। আসামীর জব্দকৃত মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয় এর উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) স্বরণি ২৪(খ) ধারায় অপরাধ করেছে বলে র্যাব জানায়।
এব্যাপারে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।