চালনা পৌরসভায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহে সার্ফেজ ওর্য়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভা চত্বরে চালনা পৌসভার মেয়র সনত কুমার বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে প্লান্ট স্থাপন কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোশারফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, চালনা পৌরসভার কাউন্সিলর এস এম আব্দুল গফুর, রুস্তম আলী খান, জামিলা বেগম, আইয়ুব আলী কাজী, রবীন্দ্র নাথ সরদার, প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার শাহ আলম প্রমুখ। উল্লেখ্য ৩২ পৌরসভারয় পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এটি স্থাপিত হলে প্রতি ঘন্টায় ২শত মিটার কিউসেক পানি সরবরাহ করা যাবে বলে সংশ্লিষ্টরা বলেছেন।