কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাহাঙ্গীর পোল্ট্রি হ্যাচারী এ্যান্ড ফার্মস-এর উদ্বোধন করা হয়েছে। হাঁস, ব্রয়লার, কোয়েল, টার্কি সোনালীসহ সকল প্রকার বাচ্চা সরবারহের লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা দিঘিরপাড় এলাকায় ফার্মস-এর মালিক হাসান কাওসার কলিন্স এর নিজ বাড়িতে ফার্মসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সরকার, উপজেলা ভেটেরিনারী সার্জন কে.এম ইফতেখারুল ইসলাম, জাহাঙ্গীর পোল্ট্রি হ্যাচারী এ্যান্ড ফার্মস-এর সত্বাধিকারী হাসান কাওসার কলিন্স, রেজওয়ানুল হাসান কানন, জাহিদ হাসান কল্লোল, সাবিনা ইয়াসমিন স্মৃতি, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনের আগে কলিন্স এর বাবা মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।