ঝিনাইদহ করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- পদ্মাকর ইউনিয়ন লক্ষিপুর গ্রামের মোদাচ্ছের হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৭৫) ও ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক পবহাটী গ্রামের আবদুল বারী জোয়াদ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০)।
এই নিয়ে ঝিনাইদহ করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডশনের উপ-পরিচালক আবদুল হামিদ খান জানান, গত ১১ আগস্ট করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হন মাজেদা বেগম। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। মাজেদা বেগমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মত্যু ঘটে।
এদিকে ঝিনাইদহ জেলা জজ আদালতের জারীকারক মোঃ সাইফুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ১৭ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২০ আগস্ট তার পজিটিভ রিপোর্ট আসলে তাকে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২১ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৪৪ জন করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন করেছে বলে উপ-পরিচালক আবদুল হামিদ খান জানান।