সুনাম ক্ষুন্ন করতে নড়াইলের লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগে জানা গেছে, ১০ নং কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারিয়া হোসেন অত্যন্ত সুনামের সাথে সরকারি নিয়মে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। চেয়ারম্যান মারিয়া হোসেন অভিযোগে জানান, আমি সরকারি নির্দেশনা মেনে মেম্বরদের নিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছি। উপজেলা প্রশাসন এ বিষয়ে অবগত আছে। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। কিন্তু বিএনপি-জামায়াত সমর্থিত এলাকার একটি বিশেষ মহল আমার অর্জিত সম্মান ক্ষুন্ন করবার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত। আমার স্বামী আওয়ামী লীগ নেতা ছিলেন। আমি উপনির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উন্নয়ন কাজ ও জনসেবা করছি। এলাকার সাধারণ মানুষ আমার কার্যক্রমে খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে আমি এলাকার সেবা ও উন্নয়ন কাজ করছি।
কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন টুটুল বলেন, চেয়ারম্যান মারিয়া হোসেন সরকারি নিয়মে দক্ষতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে থাকেন। এলাকার উন্নয়ন কাজ করতে দিনরাত পরিশ্রম করছেন তিনি। অথচ কতিপয় লোক ব্যাক্তি স্বার্থ হাসিল করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে।