গ্রাম্য কোন্দরের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগে জানা গেছে, ১৩৫ নং শালবরাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম হাবিব অত্যন্ত সুনামের সাথে সরকারি নিয়মে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। ওই প্রধান শিক্ষকই বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা। কিন্তু বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম টুকুর সাথে গ্রাম্য দলাদলি নিয়ে প্রধান শিক্ষকের পূর্ব শত্রুতা রয়েছে। এছাড়াও শালবরাত গ্রামের আইয়ুব ফকিরের সাথেও রয়েছে জমাজমি নিয়ে পূর্ব বিরোধ। বিরোধের জের ধরে তারা কয়েকজন অসৎ লোক সাথে নিয়ে প্রধান শিক্ষককে হেয়প্রতিপন্ন করবার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে।
প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম হাবিব জানান, আমি সরকারি নিয়মে স্কুল পরিচালনা করে থাকি। সরকারি নির্দেশনা মেনে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। শিক্ষা অফিস এ বিষয়ে অবগত। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। কিন্তু বিএনপি-জামায়াত সমর্থিত এলাকার একটি বিশেষ মহল আমার অর্জিত সম্মান ক্ষুন্ন করবার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত।
অভিযুক্ত মোঃ তৌহিদুল ইসলাম টুকু ও আইয়ুব ফকিরের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান বিশ^াস বলেন, একজন ভাল শিক্ষককে নিয়ে অযথা কল্পকাহিনী রোটিয়ে সম্মান ক্ষুন্ন করা উচিত নয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাজমা খানম বলেন, এলাকার মানুষের সিদ্ধান্ত মোতাবেক সরকারি নিয়মনীতি মেনে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। কতিপয় লোক অযথা প্রধান শিক্ষককে হয়রানি করছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধান শিক্ষক সরকারি নিয়মে দক্ষতার সাথে স্কুল পরিচালনা করে থাকেন। স্কুলের পড়াশোনার মান অনেক ভাল। অথচ কতিপয় লোক ব্যাক্তি স্বার্থ হাসিল করতে না পেরে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অযথা টানাহেচড়া শুরু করেছে।