লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টিতে মৌসুমি চাষিরা সর্বশান্ত হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধের ভিতরে বৃষ্টির পানি সরতে না পারায় এবং দাসপাড়া ছনখলা সুইচগেট দিয়ে পানি প্রবেশ করায় কৃষকদের নানা প্রকার সবজি ও মাছের প্রজেট পানিতে ডুবে গেছে।
লামচর ইউপির পানপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে ৬০ শতাংশ সম্পত্তিতে পেপে ও মরিচ চাষ করে । ফলন ভালো হলে মুখে হাসি ফুটলেও টানা বৃষ্টি ও সুইচ গেটে দিয়ে প্রবেশ করা পানি প্রজেক্টে হাটু পরিমান ডুবে যায়। এতে প্রজেক্টের পেপে ও মরিচ গাছে পচন ধরে। বিঞ্চভল্লবপুর গ্রামের মোঃ স্বপন এলাকাতে ৬টি পুকুর নিয়ে মৎস্য চাষ করে। টানা বৃষ্টিতে পুকুর ডুবে মাছগুলো ভেসে যায়। সমেষপুর গ্রামের রহমত উল্যাহ পাটোয়ারী বাড়ির পাশে জলাশয় মৎস প্রবেশ ডুবে অধিকাংশ মাছ ভেসে যায়। একই ভাবে ইছাপুর,কামার হাট,চন্ডিপুর,পৌর রতনপুর,কমরদিয়া,আগুনখিল গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মৌসুমি ফসল নষ্ট হওয়ার পাশাপাশি সড়কগুলো পানিতে ডুবে গেছে। পানপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গিলর আলম বলেন,ইছু জমিনে পেপে ও মরিচ প্রজেক্ট করে বাম্পার ফলন হলেও জলাবদ্ধতা সর্বশান্ত করেছে। উপজেলা কৃষি অফিসারদের খবর দিলে তারা পাকা সড়কের উপর কয়েক মিনিট দাড়িয়ে থেকে কোন পরামর্শ না দিয়ে চলে যায়। গ্রামের অধিকাংশ সড়কে পর্যন্ত পানি উঠে গেছে। সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও মোঃ ইউনুস বলেন,টানা বৃষ্টিতে বেড়ি বাধের ভিতরে কৃষকেরা ক্ষতি গ্রস্থ হয়েছে। বর্ষা মৌসুমে বেড়ি বাধের ভিতরের কৃষকেরা মাছ চাষ,কদু-কমড়া,মরিচ,পেপে সহ বিভিন্ন সবজি চাষ বেশি করে। প্রতি বছরের ন্যায় এবারও কৃষকেরা চাষ করে সর্বশান্ত হয়ে গেছে।