খুলনার পাইকগাছা পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে জরিমানা করা হয়েছে। রোবাবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। লাইসেন্স না থাকায় বাতিখালীর রেনকা শেলীর করাত কলে ২ হাজার ও সরলের শেখ মোক্তার হোসনের খাবারের দোকান স্বাস্থ সম্মত পরিবেশ না থাকায় ৫'শ টাকা জরিমানা করেন। এ সময় তার সাথে ছিলেন বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, স্যানিটারী কর্মকর্তা উদয় মন্ডল, এসআই পলাশ আহম্মেদ ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙ্গে বিপর্যস্থ জনজীবন
মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ মহামারি করোনা ভাইরাসের মধ্যে ও আম্ফানের ক্ষত কেটে না উঠতেই অমাবস্যার প্রবল জোয়ারের পানিতে খুলনার পাইকগাছায় ৫টি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্থ। শিবসা নদীর পানির তোড়ে পাউবো বাঁঁঁঁঁঁধ ভেঙ্গে ও উপছে পড়া পানিতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। ভেঙ্গেছে বাড়ি ঘর, তলিয়ে গেছে হাজার হাজার বিঘা চিংড়ী ঘের, পুকুর, জলাশয়, আমন ধানের বীজতলা ও ফসলের ক্ষেত।
উপজেলার উপকূলবর্তী সোলাদানা, লতা দেলুটি ও গড়ইখালী ইউনিয়ন। প্রতিটা দুর্যোগে এসব এলাকা মারাত্মক ভাবে আক্রান্ত হয়। চলমান অমাবস্যার প্রবল জোয়ারের হাত থেকেও রেহাই পাইনি এসব এলাকা। ভেঙ্গেছে সোলাদানার ভাঙ্গাহাড়িয়ার গেটের মুখ, টেংরামারি ও বেতবুনিয়া গুচ্ছগ্রাম। পাউবো বাঁধ উপচে প্লাবিত হয়েছে সোলাদানার পতনের আবাসন, গড়ইখালীর বাজারস্থ আবাসন ও আশ্রায়ণ কেন্দ্র। দেলুটির চকরি-বকরি বদ্ধ জলমহলের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গেওয়াবুনিয়া, পারমধুখালী ও চকরি বকরি গ্রাম। গদাইপুরের কচুবুনিয়া অঞ্চল ও লতার কাঠামারি, বাইনচাপড়া ও হাড়িয়া গ্রাম। গড়ইখালীর আবাসন ও আশ্রায়ণ কেন্দ্রে দেড়’শ পরিবার জলবদ্ধতার শিকার। সমস্ত এলাকা শিবসা নদীর তীরে অবস্থিত। নদীর পানিতেই প্লাবিত গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বিঘা চিংড়ী ঘের, পুকুর ও জলাশয়, শত শত বিঘা আমনের বীজতলা, ফসলের ক্ষেত। আবাসন, আশ্রায়ন কেন্দ্র ও গুচ্ছ গ্রামের মানুষ জলবদ্ধতার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। গো খাদ্যে চরম অভাব দেখা দেয়ায় গবাদি পশু পাখি নিয়ে জলমগ্ন মানুষগুলো পড়েছে মহাবিপদে। সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষত কেটে ঊঠতে না উঠতেই আবার এ দুরাবস্থা। বাড়ী ঘর, রাস্তা ঘাট সব কিছুই পানিতে নিমর্জিত থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। টেকসই বেড়ি বাঁধ ছাড়া এ উপকূল অঞ্চল রক্ষা করা কোনো ভাবেই সম্ভব না। পাউবো উপ-প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, অর্থ সংকটের কারণে টেকসই বেড়িবাঁধ দেয়া সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, আমি অধিকাংশ ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট চাল সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী দুর্গতদের মাঝে দিয়েছি। টেকসই বাঁধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।