জুয়া, মাদক ও দালাল মুক্ত করে কচুয়া থানাকে বাগেরহাট জেলার মধ্যে আদর্শ থানা করার অঙ্গীকার করলেন নবাগত কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। গতকাল সকাল ১১ টায় কচুয়া উপজেলা সাংবাদিক সংঘের আহ্বায়ক জাহিদুল ইসলাম বুলুর সংগে মতবিনিময় কালে নবাগত কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম এই অঙ্গীকার করেন। তার এই অঙ্গীকার সফল করার জন্য কচুয়া উপজেলা সাংবাদিক সংঘের সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। কচুয়ায় আসার পূর্বে নবাগত কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া থানায় কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) হিসেবে চাকরি করতেন। তিনি গত ২৩-০৮-২০২০ তারিখ কচুয়া থানায় যোগদান করেন।
করোনার কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে মতবিনিময় করা হয়।