জয়পুরহাটের ক্ষেতলালে মজিববর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অর্থায়নে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় ক্ষেতলাল পৌরসভার ভাসিলা চারমাথা হতে চৌমুহনী বাজার পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার দু’পার্শে দশ হাজার ফলদ, বনজ ও ওষুধী বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। পৌরসভার ভাসিলা চারমাথার অদুরে খলিশা গাড়ী রাস্তার পার্শে গাছের চারা রোপন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, ক্ষেতলাল থানা কর্মকর্তা ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির রাজনৈতিক সহকারী এ্যাড. এসএম মোরর্শেদ, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী তারিক আজিজ, উচ্চতর সহকারী প্রকৌশলী টি এম শফিকুল ইসলাম, করিম নার্সারীর সত্বাধিকারী শফিকুল করিম প্রমুখ।