বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা সভাপতি কমরেড আমির হামজা বাবলু গুরুতর অসুস্থ। তিনি দির্ঘদিন যাবৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ কয়েকটি জটিল রোগে ভুগছেন। ২০ আগস্ট রাতে তার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়। এতে শরীর খুবই দূর্বল হয়ে পড়ে। পরদিন স্থানীয় ডাক্তারের পরামর্শ নেন। অবস্থার অবনতি হতে থাকলে ২১ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে তিনি এ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালের উদ্দেশ্য রওনা হন। গত বছরও তিনি এসব রোগের জন্য বারডেম হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে আসেন। তখন তার শরীরে ৭ ব্যাগ রক্ত দেয়া লেগেছিল।
কমরেড বাবলুর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড রেজাউল ইসলাম, সিনিয়র নেতা ডাঃ আঃ কুদ্দুস, গোলাম মোস্তফা, বাহার আলী, জাতীয় কৃষক সমিতির উপজেলা সাধারন সম্পাদক জয়দেব কুমার দাশ, যুবমৈত্রীর জেলা সভাপতি প্রভাষক বিপ্লব বিষনু, উপজেলা নেতা হুমায়ুন কবির মন্টু, পৌর নেতা সুমন দত্ত প্রমুখ। কমরেড বাবলু বারডেম হাসপাতালে ১৪ নং ওয়ার্ডের ৭ নং বেডে ভর্তি আছেন। তার মাথার সিটিস্ক্যানসহ আরো কিছু প্যাথলজী টেষ্ট করানো হয়েছে।