রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া কেপি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভুত ও গোপনে ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে আহবানকৃত প্রতিবাদ সভা পুলিশী হস্তক্ষেপে স্থগিত হয়ে গেছে। এতে অই এলাকার অভিভাবক ও সচেতন মহলের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া কেপি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন উপজেলা শিক্ষা বিভাগের যোগসাজসে বিগত ২ মেয়াদের ন্যায় আবারও বিধি বহির্ভুত ভাবে তার মনোপুত ব্যাক্তিদের নিয়ে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের পাঁয়তারা করছেন মর্মে চলতি বছরের ২৮ জানুয়ারী এলাকাবাসীর পক্ষে পীরগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অভিযোগ প্রেরন করা হয়েছিল। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত কোন পদক্ষেপ গ্রহন করেননি। উপরন্ত সম্প্রতি আবারো গোপনে বিদ্যালয়টির কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বির্কিত এ কমিটি গঠনের প্রতিবাদে এলাকার যুব সংগঠনের পক্ষে রোববার বিকেলে গুর্জিপাড়া উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা আহবান করা হলে পুলিশ তা বন্ধ করে দেয়। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, এলাকায় শান্তিপুর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য ওই সভাটি বন্ধ করা হয়েছে। কমিটির ব্যাপারে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মোমিন মন্ডল এর সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন-“আমি বাহিরে আছি, বিষয়টি সম্পর্কে এই মুহুর্তে ভাল বলতে পারছিনা”। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আকতার হোসেন এর ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।