২৩আগষ্ট রবিবার কুড়িগ্রামের রাজারহাটে ভোগ্যপন্যে প্লাস্টিকের ব্যবহার করায় ভ্রাম্যমান আদালত এক চাল ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা আদায় করায় চাল ব্যবসায়ীরা অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে রাজারহাট বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোগ্যপন্যে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পায়। ২৩আগষ্ট রবিবার দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুরে তাসমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাজার মনিটরিং করার সময় চাল বাজারের আঃ হাকিম নামের এক ব্যবসায়ীর দোকানে চালে প্যাকেটিং মোড়ক প্লাস্টিক দিয়ে করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পর ওইদিন বিকাল ৩ঘটিকা থেকে চাল ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে জরিমানা আদায় করার জন্য অনিদিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখে। এতে দুর-দুরান্ত থেকে আসা অনেকে চাল কিনতে এসে ভোগান্তির শিকার হয়। এব্যাপারে চাল ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক রহমত আলী জানান, চালের প্যাকেট এখানে করা হয় না। প্লাস্টিকের প্যাকেটিং হয়ে আসে মিল-চাতাল থেকে। এখানে ১বস্তা চাল বিক্রি করে মাত্র ৫/১০টাকা লাভ হয়। সেখানে ভ্রাম্যমান আদালত এসে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। তাহলে এ চালের ব্যবসা কি লাভ হবে। এটি সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট থাকবে। এব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নুরে তাসমিন বলেন, বাজার মনিটরিং করার সময় ওই ব্যবসায়ীর কাছে অনেকগুলো প্লাস্টিকের বস্তায় চাল রাখা ছিল। অন্যান্য দোকান গুলোতে তেমন ছিল না। তাই ওই ব্যবসায়ীর জরিমানা করে অন্যান্য ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয়েছে। তারা যেহেতু আইন বিরোধী কাজ করছে সেটা নিশ্চয় শাস্তিযোগ্য অপরাধ।