পাবনার সুজানগরে এক বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার কুড়িপাড়া গ্রামে। ধর্ষিতা ওই গ্রামের স্বামী পরিত্যক্তা শিল্প খাতুনের মেয়ে। এ ঘটনায় সুজানগর থানা পুলিশ ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ধর্ষক উপজেলার হেমরাজপুর গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (২১) ও সহযোগী একই গ্রামের আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে আল-আমীন প্রামাণিক (২৪)।
সুজানগর থানা পুলিশ জানায়, রোববার সকাল ৭টার দিকে শিল্পী খাতুন তার ওই প্রতিবন্ধী মেয়েকে ঘরে একা রেখে একই গ্রামে তার বাবার বাড়ি যায়। এ সুযোগে উক্ত তুষার ও আল-আমীন প্রতিবন্ধীর ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে আল-আমীন প্রতিবন্ধীর মুখ চেপে ধরে রাখে এবং তুষার তাকে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা ঘটনা টের পেলে ধর্ষক ও তার সহযোগী পালিয়ে যায়। থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম জানান, এ ব্যাপারে ধর্ষিতার মা শিল্পী খাতুন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছে। মামলা দায়েরের পর পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হেমরাজপুরের একটি জঙ্গল থেকে ওই ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করে।