পাবনার আটঘরিয়ার নাদুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুটি পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। ভূক্তভোগীদের অভিযোগ মাদ্রাসা সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি টাকা নিয়েও তাদের চাকরী দেননি। এতে নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির অভিযোগ করেছে একাধিক প্রার্থী ও তার অভিভাবকবৃন্দ। এ নিয়ে প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, আটঘরিয়া উপজেলার নাদুড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো: জুয়েল রানা ঐ মাদ্রাসার নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনের আগেই সুপার ও সভাপতি সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় তার কাছ থেকে। বিনিময়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে তারা। চলতি মাসের ১৪ আগস্ট নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণ করেও তাকে চাকরী না দিয়ে মো: জান্নাত আলী নামের অপর এক প্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে তাকে চাকরী দেন।
চাকরী প্রার্থী জুয়েল রানার অভিযোগ, তার দাদা মৃত শাহাদত আলী প্রাং এই মাদ্রাসার দাতা সদস্য ছিলেন। তার পরেও সাড়ে ৬ লাখ টাকা দিয়ে সে চাকরী পাননি। তার অভিযোগ এখন সে এই টাকা ফেরত পাননি।
খোঁজ নিয়ে জানা গেছে, একই দিনে আয়া পদেও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মাদ্রাসা সুপার মো: আবুল বাশার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তিনি নিজে টাকা নেননি তবে ম্যানেজিং কমিটির সভাপতি টাকা নিয়েছেন বলে তিনি জানানে। তবে তিনি বলেন, ঐ প্রার্থীর টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নাদুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আতিয়ার রহমান বলেন, জুয়েল রানা নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু তার চাকরী হয়নি স্বীকার করে তিনি বলেন, চাকরী দেওয়ার নামে তার কাছ থেকে কোন টাকা নেওয়া হয়নি। তবে তিনি বলেন, দাতা সদস্য পরিবারের মধ্য থেকে চাকরী দেওয়ার ইচ্ছে থাকলেও যে কোনভাবে দেওয়া সম্ভব হয়নি।
আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহজাহান আলী বলেন, বিধি মোতাবেক নিয়োগ পরিক্ষার মাধ্যমে নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তবে তিনি বলেন, সুপার বা সভাপতি কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে তাদের কাছে অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।