রেংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধুকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধু গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ছিল্লানীর বাজার উত্তর পাড়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজার রহমান মিলন বিগত ২০০৯ সালে বিয়ে করে কুমিল্লা জেলার হালীমা বেগম এক নারীকে। বিয়ে করে তাকে সেখানে ভাড়া বাসায় রাখে। কুমিল্লায় ঘর সংসার করাকালীন বিয়ের মাত্র ৩মাস পর হালীমা কে না বলে তার স্বামী মিলন গোপনে তার গ্রামের বাড়ি গঙ্গাচড়ায় চলে আসে। বাড়িতে থাকার সময় সে আবারও বিয়ে করে উপজেলার নোহালী ইউনিয়নের নোহালী কচুয়া সর্দার পাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মোছাঃ রনী আক্তারকে। দ্বিতীয় বিয়ের ৩বছর পর মিলন তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিবে মর্মে প্রথম স্ত্রী হালীমা বেগমের নিকট দেড় লক্ষ টাকা গ্রহন করে। দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পর মিলন প্রথম স্ত্রী হালীমাকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করে। সেখানে মিলন ও হালীমা দম্পতির কোল জুরে আসে ১ কন্যা সন্তান। কিছুদিন আগে হালীমাকে নিয়ে মিলন তার গঙ্গাচড়ায় এসে বাড়িতে বসবাস শুরু করে। এমনিপর্যায়ে নতুন বাড়ি করার জন্য মিলন ধার হিসেবে পুনরায় হালীমার নিকট ৩লক্ষ টাকা চায়। সেসময় হালীমার কাছে টাকা না থাকায় সে তার ভাগীনার নিকট ৩লক্ষ টাকা ধার নিয়ে স্বামী মিলনকে প্রদান করে। পরবর্তীতে গত ৭ই আগস্ট ভাগীনার ধার করা ৩লক্ষ টাকা পরিশোধ করার জন্য স্বামী মিলনের কাছে টাকা চায় হালীমা। এতেই ক্ষিপ্ত হয়ে হালীমাকে বেধরক মারপিট করে স্বামী ও তার পরিবারের সদস্যরা। মারপীটে হালীমা অসুস্থ হলে সে চিকিৎসার জন্য স্থানীয়দের সহযোগিতায় গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে ৫দিন থাকার পর সুস্থ হয়ে বাড়িতে গেলে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বাড়ির লোকজন তাকে নানা রকম হুমকি ধামকী দিয়ে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে বর্তমানে হালীমা এক আত্মীর আশ্রয়ে রয়েছে।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি(তদন্ত) নুর আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।