কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রংপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়। ২০১৩ ও ২০১৪ সালে জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের চাকুরী গণনা ও আর্থিক সুবিধাদিও বৈধ প্রাপ্যতা অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন-১ অধিশাখা কর্তৃক জারিকৃত গত ১২ আগস্ট ২০২০ ইং অর্থ ইস্যুকৃত পত্রের মাধম্যে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধা ফেরৎ চাওয়ার প্রতিবাদে এবং ওই পত্র প্রত্যারের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল (২৩ আগস্ট) রোববার বেলা ১২ টায় জাতীয় করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট রংপুর জেলা শাখার উদ্যোগে সকাল শিক্ষকবৃন্দ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন। এর আগে রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক মহাজোট রংপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ওযাহেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন। আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক মহাজোট রংপুর জেলা শাখার সদস্য সচিব আবু শামীম. শিক্ষক সহিদুর রহমান পীরগঞ্জ, জাহেদুল ইসলাম গংগাচড়া, আজিজার রহমান মিল্টন মিঠাপুকুর, আখতাুল ইসলাম রংপুর সদর, ছামসুল আলম, আবদুল হাই, আবজুল মজিত মিঠাপুকর। এ সময় তারা বলেন, অবিলম্মে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের এই দাবি কার্যকর করার জন্য সরকারের প্রতি উদার্ত আহবান জানাই।