রংপুর নগরীতে বিনামূল্যে আদিবাসী জনগোষ্ঠীর প্রায় দেড়শ জনকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে এই সেবা কার্যক্রমের আওতায় অবহেলিত সকল জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দিয়েছে সেবাদাতা সংগঠনগুলো। গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুরে নগরীর কুটিরপাড়া প্রাইমারি স্কুল মাঠে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউকেএইড’র অর্থায়নে সাইটমেকারস’র সহযোগিতায় কমিউনিটি চক্ষু হাসপাতাল, আদিবাসী উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেন।
চক্ষু শিবির ক্যাম্পে আিদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বয়সী ১২০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, ইনক্লুশন কর্মকর্তা মোঃ আবদুল করিম, প্রোগ্রাম অর্গানাইজার এরশাদ আলম, তরিকুল ইসলাম, আদিবাসী উন্নয়ন পরিষদ সভাপতি প্রভুচরন মিন, সাধারণ সম্পাদক ভুপেন্দ্র নাথ পাহান, সহ-সভাপতি গোবিন্দ পাহান, কোষাধ্যক্ষ পানচু পাহান, মহিলা বিষয়ক সম্পাদক পুতুল রুজুর, সাংগঠনিক সম্পাদক সুরেন ধানেয়িয়া ওরাও সহ সেবাদাতা সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।