খুলনার পাইকগাছায় গড়ইখালী আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রের দেড়শ পরিবার অমাবস্যার জোয়ারের পানিতে দুর্বিসহ জীবন-যাপন করছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার গড়ইখালী বাজারের নদীর তীরে আবাসন ও আশ্রয়ণ কেন্দ্র। যেখানে দেড়শ পরিবারের ৭শতাধিক লোক ২০০২ সাল থেকে বসবাস করছে। পাশে অবস্থিত গড়ইখালী বাজার। এ বাজার ও গ্রাম রক্ষার জন্য ঐ সময় শিবসা নদীর ধার দিয়ে বিকল্প রাস্তা তৈরী করা হয়। ২০-২৫ দিন আগে ঐ রাস্তা কেটে উঁচু জায়গা দিয়ে গ্রায় ১ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করায় বেশ কিছু বাথরুম ও ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। রাস্তাটি সম্পন্ন না হওয়ায় জোয়ারের পানি ভিতরে ঢুকে আবাসন ও আশ্রয়ণ কেন্দ্র ও বাজার প্লাবিত হচ্ছে। আশ্রয়ণ কেন্দ্রের সভাপতি মহিদুল মোড়ল বলেন, জোয়ারের পানিতে আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রের ৩টি পুকুর তলিয়ে ঘর-বাড়ী তলিয়ে গেছে। ফলে তারা দুর্বিসহ জীবন যাপন করছে। তাদের ছোট ছোট ছেলে-মেয়েরা পানিতে ডুবে যাওয়ার আতঙ্কে ভুগছে। স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুস সালাম কেরু পরিকল্পিতভাবে পানি নামার পথটি বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান বলেন, লবণ পানি তোলার কারণে জনৈক বাবু গাইনের ব্যবহৃত ড্রেনের পাইপটি বন্ধ করায় তার লোক দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন, পুরাতন রাস্তা কেটে নতুন রাস্তা যেনতেনভাবে করায় জোয়ারের পানি আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রে ঢুকে প্লাবিত হচ্ছে। স্থানীয় আওয়ামীলীগনেতা গাজী মিজানুর রহমান জানান, বাজার ও আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রের পাশের রাস্তা পূর্ব থেকে সংকীর্ণভাবে তৈরী করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিকে খুলনা জেলা প্রশাসকের নির্দেশে দূর্গত দেলুটি ইউপিতে পানি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। দেলুটি ইউনিয়নে অমাবস্যার প্রবল জোয়ারে চকরি-বকরি বদ্ধ জলমহলে বেড়িবাঁধ ভেঙ্গে ৩গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে প্রায় ২শত পরিবার। প্রবল জোয়ার ও অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভূক্তভোগী মানুষের পাশে দাড়াতে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের নির্দেশনায় শনিবার বিকালে শুকনা খাবার, বিশুদ্ধপানি সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে উপস্থিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএমখালিদ হোসেন সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), আমিনুল ইসলাম। দুর্গত এলাকা পরিদর্শনকালে এলাকার জনগণের বিভিন্ন সমস্যা এবং জলাবদ্ধতার সমস্যার বিষয়ে কথা বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব রিপন কুমার মন্ডল এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যগণ। ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বানভাসি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।