সেশনজট, ক্লাসরুম সংকট, ল্যাব সংকট, শিক্ষক সংকট, ভর্তি পরিক্ষায় জালিয়াতি, দীর্ঘদিন থেকে অবকাঠামোগত অনুন্নয়ন, পরিবহন সংকট নিয়ে পত্র-পত্রিকায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় (বেরোবি) সবসময় আলোচিত-সমালোচিত একটি নাম। বিশ^বিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ শর্তের কোন তোয়াক্কা না করে ক্যাম্পাসে লাগাতার উপাচার্যের অনুপস্থিতি, আইন লঙ্ঘন করে একাধিক বিভাগের বিভাগীয় বিভাগীয় প্রধান নিয়োগ, উপাচার্যের অনুপস্থিতির হাজিরা খাতা স্থাপন, গভীর রাতে উপাচার্য কর্তৃক ক্লাস নেয়া, অর্থতছরূপ, দুই থেকে তিনটা ক্লাসেই উপাচার্য কর্তৃক গৃহীত কোর্স সম্পন্নসহ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিভিন্ন অনিয়মের অভিযোগে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ^বিদ্যালয়টি। করোনার এই মহামারিতেও থেমে নেই বিতর্কিত কর্মকান্ড।
সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর আমলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের একাংশের সংগঠন 'নবপ্রজন্ম শিক্ষক পরিষদ' বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে মনগড়া উদ্ভট বিবৃতি দেয়। বিবৃতিতে তারা শিক্ষার্থী সাংবাদিকদের চাকুরীচ্যুতির জন্য পত্রিকা অফিস এবং বিশ^বিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নবপ্রজন্মের এই বিবৃতির পরপরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য নিয়োগ পাওয়া এক কর্মচারী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সংবাদমাধ্যম, সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে “পতিতা, চাটুকার, কীট, কুলাঙ্গার, হকার” লিখে বিকৃত ও আপত্তিকর মন্তব্য করে।
'নবপ্রজন্ম শিক্ষক পরিষদ'র এই উদ্ভট বিবৃতি এবং তৃতীয় শ্রেনির কর্মচারির এমন বিকৃত মানসিকতার পর থেকেই ফুঁসে উঠেছে শিক্ষার্থী-সাংবাদিকরা, চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড়। এরকম ভাষাগত অসদাচরণ এবং অনৈতিক বিবৃতি প্রদানের জন্য নবপ্রজন্ম শিক্ষক পরিষদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি করেছেন অনেকে। অপরদিকে সেই কর্মচারী খোরশেদের স্থায়ী বরখাস্তের দাবি জানিয়ে তার (খোরশেদের) কুশপুত্তলিকাদাহ করে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যতক্ষণ খোরশেদের স্থায়ী বরখাস্ত হবে, আন্দোলন চালিয়ে যাব আমরা।
তবে, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পতিতা, হকার বেরোবি উপাচার্যকে অবগত করেই বলেছেন বলে জানান সেই কর্মচারী খোরশেদ। তিনি বলেন- আমি যা কিছু করেছি (ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের আপত্তিকর মন্তব্য) অফিসিয়াল প্রসিডিউর মেইনটেইন করেই করেছি। কোন ধরনের অফিসিয়াল প্রসিডিউর তিনি পালন করেন- এমন প্রশ্নের জবাবে খোরশেদ জানান, আমার কলাম, নিউজ লেখালেখি সবকিছু সম্পর্কে ভাইস চ্যান্সেলর স্যার অবগত। আমি তাকে জানিয়ে সবকিছু করেছি। খোরশেদের এই অডিও বক্তব্যটি সোমালোচনার ঝড় তুলে। এ ব্যাপারে উপাচার্য নাজমুল আহসানের স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি। খোরশেদের বক্তব্য নিয়ে যখন ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে এত সমালোচনা ঠিক তখনি উপাচার্য খোরশেদের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়। এতে শিক্ষার্থীদের ক্ষোভ আরো বেড়ে যায়। শিক্ষার্থীদের পতিতা, হকারসহ কুরুচিপূর্ন মন্তব্যের পরেও সেই কর্মচারির বাড়িতে খেতে যাওয়া নিয়ে এসেছে নানান প্রশ্ন।
বেরোবির শিক্ষকদের একাংশের সংগঠন নবপ্রজন্ম শিক্ষক পরিষদেও বিবৃতি ও তৃতীয় শ্রেনির কর্মচারী খোরশেদের এমন কুরুচিপূর্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের সাংবাদিক সংগঠন বেরোবিসাস, শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, সারাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ৩০টির বেশি সাংবাদিক সংগঠনসহ বেরোবি ক্যাম্পাস ও সারাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকায় রয়েছেন। প্রশাসনের এমন নিরব ভূমিকা আসলে কি প্রমাণ করতে চায়? প্রশ্ন শিক্ষার্থীদের।
নবপ্রজন্মের এই বিবৃতি স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের জন্য কণ্ঠরোধী, অনৈতিক, অনভিপ্রেত ও অনধিকার চর্চা বলে উল্লেখ করে বিবৃতিপ্রদানকারী সংগঠনগুলো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন গণমাধ্যমের অবাধ স্বাধীনতা ও সম্প্রসারমান যুগে প্রবেশ করেছে, ঠিক তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে নব প্রজন্ম শিক্ষক পরিষদ নামক কিছু নতুন শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনৈতিক ও অনধিকার চর্চা করা সত্যিই অত্যন্ত নিন্দনীয়। যাহা বর্তমান সরকারের কষ্টার্জিত স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।
এদিকে নবপ্রজন্মের এমন বিবৃতি এবং খোরশেদের পতিতা বলা নিয়ে যখন শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে সমালোচনা ও বিচার দাবি করছে ঠিক তখনি বিশ^বিদ্যালয় প্রশাসন বিশ^বিদ্যালয়ের নি¤œমানের মূলফটকের নকশা প্রকাশ করে। আর এই নকশা প্রকাশিত হওয়ার পর সমালোচনা দ্বিগুন বেড়ে যায়। যখন সমালোচনা তুঙ্গে তখন উপাচার্য একটা লাইভ অনুষ্ঠানে বলেন- শিক্ষার্থীরা যেন রিঅ্যাক্ট করে সেজন্য এমন নকশা প্রকাশ করা হয়েছে এবং এটা বাতিল করা হবে। উপাচার্যের এমন বক্তব্যে আরো ক্ষোভ বেড়ে যায় শিক্ষার্থীদের। পরে তীব্র সমালোচনার মুখে এই নকশা বাতিল করে প্রশাসন। নবপ্রজন্মের বিবৃতি এবং খোরশেদ ইস্যুকে চাপা দিতেই তরিঘরি করে এমন নি¤œমানের নকশা প্রকাশ করা হয়েছিলো বলে অভিযোগ অনেকের।
গত জুন মাসে করোনার মধ্যেও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগে আইনের কোন তোয়াক্কা উপাচার্য করেনি বলে অভিযোগ রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ (২০০৯ সনের ২৯ নং আইন) এর ২৮(৩) বিধি বলছে- ‘যদি কোন বিভাগে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস-চ্যান্সেলর সহযোগী অধ্যাপকের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেনঃ তবে শর্ত থাকে যে, সহযোগী অধ্যাপকের নিম্নের কোন শিক্ষককে বিভাগীয় প্রধান পদে নিযুক্ত করা যাইবে না; আরও শর্ত থাকে যে, সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোন শিক্ষক কোন বিভাগে কর্মরত না থাকিলে, সংশ্লিষ্ট বিভাগের প্রবীণতম শিক্ষক উহার প্রধান হইবেন।’ কিন্তু রসায়ন বিভাগে একজন সহযোগী অধ্যাপক থাকা সত্ত্বেও সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী বিভাগীয় প্রধান হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে তাকে নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ। এর আগেও একাধিক বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগের ক্ষেত্রেও আইনের লঙ্ঘন করেন উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ।
এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখার সভাপতি পোমেল বড়ুয়া বলেন- অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের চাকুরীর ব্যবস্থা করেন। আর বেরোবির গুটিকয়েক শিক্ষকদের সংগঠন নবপ্রজন্ম শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ শিক্ষার্থীর চাকুরী যেন না থাকে তার জন্য বিবৃতি দেন। বেরোবির একজন শিক্ষার্থী হিসেবে এর মত দুঃখ আর হতে পারেনা। শিক্ষক শিক্ষার্থীর সবসময় ভালো চায় জানতাম, কিন্তু পুরোটাই দেখছি বিপরীত। কতটা হীন মানসিকতা হলে কোন শিক্ষক তার শিক্ষার্থীর চাকুরীর ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে আমার জানা নেই। এ বিশ^বদ্যিালয়ের একজন কর্মচারিও শিক্ষার্থীদের কীট, পতিতা, হকার, কুলাঙ্গার বলে সম্মোধন করেন, জানিনা এই কর্মচারির ক্ষমতার উৎস কি। গণমাধ্যম থেকে জানতে পারি, সেই কর্মচারী উপাচার্যকে অবগত করেই শিক্ষার্থীদে এসব বলেছেন। কিন্তু উপাচার্য এব্যাপাওে স্পষ্ট কোন বক্তব্য না দেয়ায় আমাদেরকে হতাশ করেছে। মূলফটক নিয়েও প্রহসনমূলক আচরণ অব্যাহত রেখেছে প্রশাসন। গেট নিয়ে টালবাহানা না করে শিক্ষার্থীদের দেয়া নকশা অনুযায়ী দ্রুত তা বাস্তবায়ন করারও আহবান জানান তিনি।
সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেনি। পরে উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে ফোন করলে তিনি বলেন- এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাইনা। এজন্য বিশ^বিদ্যালয় প্রশাসনের মূখপাত্র (মৌখিক) তাবিউর রহমানকে ফোন দিতে বলেন তিনি। এরপর তাবিউর রহমানকে একাধিকবার ফোন দেয়া হলে তিনিও ফোন রিসিভ করেনি।