রংপুরের পীরগাছায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। দু’জনের মধ্যে মাদক স¤্রাট মজনু মিয়াও রয়েছে। তার নামে মাদকের ১০টি মামলা রয়েছে। গত শনিবার সন্ধ্যায় এবং রাত সাড়ে ১১ টার সময় পৃথক অভিযান চালিয়ে পীরগাছা সদরের চন্ডিপুর ও পবিত্রঝাড় এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে এসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স। গতকাল রোববার পৃথক মামলা দায়ের করে দু’জনকে রংপুর জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার সন্ধ্যায় পীরগাছা সদরের পবিত্রঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী ময়নুল ইসলাম পলাশ (৩৮) কে ৫০ পিস রাত সাড়ে ১১ টায় চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে টন্ডিপুর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে মাদক স¤্রাট মজনু মিয়া (৩৫) কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, গ্রেফতার মজনু মিয়া চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো। তার নামে মাদকের ১০টি মামলা রয়েছে।
এ ব্যাপারে পীরগাছা থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার তাদের রংপুর জেল হাজতে পাঠানো হয়।