সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দাকোপের বটবুনিয়া এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট শুক্রবার বিকালে বটবুনিয়া বাজারে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকার এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তৃতা করেন ভুক্তভোগী মোঃ রহমত আলি সরদার। তিনি দাবী করে বলেন, আমার পৈত্রিক সুত্রে চক বটবুনিয়া মৌজায় এস এ ২৪৮ ও ২৪৯ নং খতিয়ানে ১৫.৫৬ একর সম্পত্তি ভোগ দখলে সত্ব বান হই। ওই সম্পত্তিেেত দির্ঘদিন আমার পূর্ব পুরুষরা ভোগ দখলে ছিল যা এলাকাবাসী অবগত আছেন। কিন্তু এ্যাভোকেট রফিকুজ্জামান ১৯৯৩ সালে জাল-জালিয়াতি দলিল সৃষ্টি করে বহিরাগত লোকজনের সহায়তায় দিনেদুপুরে আমার বাড়িতে হামলা চালিয়ে লুটতরাজ করে আমার যাবতীয় মুল্যবান কাগজপত্র হাতিয়ে নিয়ে যায়। সে সময় দাকোপ থানায় রফিকুজ্জামানের বিরুদ্ধে ০৬/০১/৯৩ তারিখে আমার পিতা শুকুর আলি সরদার ০৩/৯৩ নং মামলা করেন। রফিকুজ্জামান একজন উকিল মানুষ হওয়ায় বিভিন্ন সময় আমাদের জমি থেকে দখলচ্যুত করতে হয়রানি মুলক মামলা-হামলা চালিয়ে যাচ্ছেন। এপর্যন্ত আমার পক্ষে বিজ্ঞ আদালতের এ জমি সংক্রান্তে ৪ টি রায় ডিগ্রী আছে। মাট জরিপসহ কর,খাজনা দাখিলা আমার পক্ষে বিদ্যুমান আছে। সম্প্রতি রফিকুজ্জামানের তৎপরতায় দেওয়ানী ২০০১/ ও আপিল ১৩২/১৮ মামলার সুত্র ধরে বিজ্ঞ খুলনা উকিলবারে বিরোধীয় বিষয়ে এক শালিসী বৈঠক হয়। সেখানে তিন সদস্যের প্যানেলের মাধ্যমে উভয় পক্ষের কাগজ পত্রের দৃষ্টান্তে যেহেতু মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীনাবস্থায় আছে সেহেতু স্থানীয় প্রসাশনকে স্ব স্ব অবস্থানে স্থিতিবস্থা বজায় রাখা সমীচিন বলে সিদ্ধান্ত দেয়। রহমত আলি বর্তমানে ওই সম্পত্তিতে দখলে আছেন বলে দাবী করেন। এ ব্যাপারে প্রতিপক্ষ অ্যাডভোকেট রফিকুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৪৬ সাল থেকে বিভিন্ন দলিল বনিয়াদে ক্রমিক ওয়ারেশ হিসাবে দখল ও স্বত্তবান আছি। প্রতিপক্ষ রহমত আলী গায়ের জোরে আমার জমিতে ঢোকার চেষ্টা করছেন এমন দাবী তার। এ ব্যাপারে দাকোপ থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ সেকেন্দার আলীর সাথে কথা হলে তিনি বলেন, ওই সম্পত্তি নিয়ে আমার এ থানায় যোগদানের আগেই দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। ওই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। সে কারণে উভয় পক্ষকে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে খুলনা পুলিশ সুপার স্যারের নির্দেশে ও খুলনা আইনজীবী সমিতির শালিসের সিদ্ধান্তে বিরোধীয় সম্পত্তি পুলিশি নজর দারিতে রাখা হয়েছে। মানব বন্ধনে উপস্থিত ছিলেন তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বটবুনিয়া বাজার কমিটির সভাপতি নিত্যরঞ্জন কবিরাজ, মোঃ জালাল উদ্দিন সরদার, জামাল সরদার, ইমরান, মুসা সানা, প্রীতম সরদার, হৃদয় সরদার, কার্ত্তিক সরদার, নাইম শেখ, আছাবুর শেখ, প্রকাশ বালা, ইকবাল সরদার, মাসুদ রানা, নুরজাহান বেগম, আয়শা বেগম, মর্জিনা বেগম, আতা বেগম, মুক্তা বেগম, মরিয়ম বেগম প্রমুখ।