কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস মহা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে ভুয়া নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে ১৪.০২.২০০০ ইং সাল থেকে অদ্যাবধি কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া অত্র কলেজে চাকরী করে আসছেন। এ ব্যাপারে ওই শিক্ষকের হত ১৯.০২.২০১১ ইং সালে শিক্ষামন্ত্রনালয় থেকে পরিদর্শন ও নীরিক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোঃ সালে উদ্দিন শেখ ও সহকারী শিক্ষা পরিদর্শক মোঃ হেমায়েত উদ্দিন নিয়োগ বিজ্ঞপ্তির পেপার দেখতে চাইলে ব্যার্থ হয় বলে ও জানা গেছে। এ ব্যাপারে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামসুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান নিয়মতান্ত্রিকভাবে তাকে নিয়োগ করা হয়েছে। সচেতন মহল কম্পিউটার শিক্ষক মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে পুনঃতদন্ত দাবী করেছে।