ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নিজস্ব কার্যালয়ে গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠিত হয়। সেই সাথে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ তার পরিবারের সকলের সুস্থ্যতা কামনা করা হয়। এ সময় ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ করোনায় আক্রান্ত হয়ে দ্রত সুস্থ্যতা লাভ করায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ ফারুক হোসেন, দাউদ হায়দার, শেখ জসীম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। ওই দোয়া পরিচালনা করেন হাফেজ আবদুল জলিল।