বাগেরহাটের মোল্লাহাটে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনে খুনী ও ষড়যন্ত্রকারী সকলকে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চত করার জোর দাবী জানানোসহ আলোচনা সভা, শহীদদের স্মরণে কালো ব্যাচ ধারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার সকাল ১০ টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদয়পুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরী সঞ্চালনায় ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালীপদ বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইচ চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহিল কাফি, ইউসুফ আলী খাঁন, শিকদার সাইকুল আলম, এস, এম নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, চৌধূরী শামিম আহসান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শেখ সোহাগ, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও মোঃ মনিরুজ্জামান মোল্লাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন ২১ আগস্টে জড়িত সকল খুনিদের রায় দ্রুত কার্যকর করতে হবে। এ ছাড়া সকল দোসীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করা হয়।
এছাড়া আটজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তিকামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে ভান্ডারখোলা এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ মোল্লার বাড়ি জামে মসজিদ ও সিকদার বাড়ি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাসার মোল্লাসহ সর্ব স্তরের মুসল্লীগণ।