পরপর দুই দফা দীর্ঘমেয়াদী বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। বন্যার পানি দেড়মাস স্থায়ী হওয়ার ফলে কৃষকের সবজি ক্ষেত, আউশ ধান, পাট, ভুট্টা, কাউন, চিনা, তিল ও মরিচসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এ বন্যার পানিতেই বিনষ্ট হয়েছে কৃষকের ছোট ছোট স্বপ্নগুলোও। স্বপ্নের ক্ষেতের ফসল নষ্ট হযয়ায় দিশাহারা কৃষকদের লোকসান গুণতে হচ্ছে এখন। ফসল ঘরে তুলতে না পেরে চোখে মুখে দেখা দিয়েছে চরম হতাশা। এদিকে সরকারিভাবে কৃষকদের পুনর্বাসন ও ক্ষতি পুষিয়ে নেয়ার দাবী থাকলেও সবার কাছে পৌঁছবে না প্রণোদনা।
এদিকে ঋণ নিয়ে সবজী চাষ করেছিলো অনেক কৃষক। সবজি বিক্রি করে মাসে মাসে কিস্তি পরিশোধ করতে চেয়েছিল তারা। কিন্তু বন্যা এসে নষ্ট হয়ে গেছে সমস্ত ফসল। এখন সংসার চালানো, ব্যয় নির্বাহ করা বা কিস্তির টাকা শোধ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের কৃষাণী মাজিয়া বেগম জানান, অন্যের ৪ বিঘা জমি বর্গা নিয়ে তাতে কাউন চাষ করেছিলেন তিনি। আবাদও বেশ ভালো হয়েছিলো। এ ফসল দিয়ে তাদের ৬ সদস্যের পরিবারের খরচ মিটে যেতো। কিন্তু এবারের প্রথম দফা বন্যার পানিতে ভেসে গেছে তার স্বপ্ন। বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ঘরে তোলার উপযোগী সব কাউন।
কচাকাটা ইউনিয়নের কৃষক আবদুল মতিন জানান, তার ১৫ বিঘা জমির পাট একেবারে নষ্ট হয়ে গেছে। যে লোকসান হয়েছে এতে করে এবার পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।
একই অবস্থা কাইয়ার চরের সবজি চাষী আবদুল করিমের। বন্যায় তার দুই বিঘা সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বল্লভের খাষ ইউনিয়নের সবজি চাষী মফিজুল ইসলামের নষ্ট হয়েছে ৭ বিঘা জমির বিভিন্ন ধরণের সবজির আবাদ। বিনিয়োগের দেড় লাখ টাকা পুরোটাই লোকসান হয়েছে তার। এখন তার পথে বসার অবস্থা।
এমন অবস্থা উপজেলার বামনডাঙ্গা, রায়গঞ্জ, বেরুবাড়ি, নুনখাওয়া, নারায়ণপুর, ভিতরবন্দ, কালীগঞ্জসহ বন্যাকবলিত সব এলাকার। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে বীজতলা নষ্ট হওয়ায় ওনসব এলাকার কৃষকরা বিভিন্ন এলাকা ঘুরেও পাচ্ছেন না আমনের বীজ। এতে করে ব্যাহত হচ্ছে আমন চাষ।
উপজেলা কৃষি অফিস জানিয়েছেন, এবারের বন্যায় নাগেশ্বরী উপজেলায় ২শ ৭৫ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। যার মূল্য প্রায় টাকা।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রণদনা দেয়া হবে। চলতি আমন মৌসুমের চারা সংকট কাটিয়ে উঠতে কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকদের বীজতলা করে দেয়া হচ্ছে।