পাবনা জেলা পরিষদের অর্থায়নে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একইসাথে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন করা হয়। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে ঈদগাহ মাঠের ফ্লোর নির্মাণ কাজ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আতিয়ুর রহমান।
পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম বকুল। বক্তব্য দেন,চাটমোহর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোহাররম হোসেন,আওয়ামী লীগ নেতা আবুল কাশেম লাল,দৈনিক আমাদের বড়ালের বার্তা সম্পাদক এম এ জিন্নাহ,ছাত্রলীগ নেতা ওয়াহিদ বকুল প্রমূখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ ৫ লাখ টাকা ব্যয়ে পাবনা জেলা পরিষদ বেজপাড়া ঈদগাহ মাঠের ফ্লোর নির্মাণ কাজ করছে।