পাবনায় করোনা আক্রান্তের হার ১০.৩৭। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ ৯ হাজার ৬১৩ জনের,রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৭২ জনের। মোট করোনা পজিটিভের সংখ্যা ৯৪১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮২২ জন। ৯ জন মারা গেছেন। এরমধ্যে জেলার বাইরে মারা গেছেন ৭জন। যাদের পাবনায় দাফন করা হয়েছে। বর্তমানে আক্রান্ত রয়েছে ১১০ জন।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা,বন্যা,চলমান ত্রাণ কার্যক্রম ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ সংক্রান্ত’ মতবিনিময় সভায় পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল এ তথ্য জানান। সিভিল সার্জন বলেন,পাশর্^বর্তী নাটোর,সিরাজগঞ্জসহ অন্যান্য জেলার চেয়ে আমরা অনেক ভালো আছি। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সবাইকে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি সেনে চলার জন্য অনুরোধ জানান।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান,চাটমোহর উপজেলায় করোনা পজিটিভের সংখ্য ৩৮ জন। এরমধ্যে ৩৭ জনই বর্তমানে সুস্থ। সভায় রেলপথ সচিব মোঃ সেলিম রেজা,পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড,সাখাওয়াত হোসেন সাখোসহ অন্যরা উপস্থিত ছিলেন।