নীলফামারীর সৈয়দপুরে মালবোঝাই ট্রাক থেকে ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে গ্রেফতার করা হয় চালককে। ট্রাক জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। ২০ আগস্ট রাতে শহরের বঙ্গবন্ধু চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে গ্রেফতার ট্রাক চালক সামিনুর রহমান সাগর দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন খানপুর খুদিহার এলাকার ইয়াকুব আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দিনাজপুর জেলার ১৩ মাইল এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাণ্ডমেট্রো-ট-১৩-১৩৩৯ নম্বরের ট্রাকটি শহরের বঙ্গবন্ধু চত্বরে থামিয়ে তল্লাশী চালায়। এ সময় চালকের সিটের নিচে রাখা ২টি বস্তায় ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ট্রাক, ফেন্সিডিল ও চালককে থানায় নেয়া হয়। চালক জানায়, সে ভুট্টা নিয়ে দিনাজপুরের ১৩ মাইল থেকে টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছিল।
সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ আবুল হাসনাত খান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। ওই মাদকের মালিককে আমরা খুজছি। যত তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দার করানো হবে।