পাবনার বেড়া উপজেলায় বেগুনের দামে যেন আগুন লেগেছে। গত দুই সপ্তাহে বেগুনের দাম বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার (২০ আগষ্ট) খুচরা বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর পাশাপাশি অন্য সবজির দামও বৃদ্ধি পেয়েছে। উপজেলার কয়েকটি হাট-বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে। এতে বিপাকে পরেছে নিন্ম ও মধ্যবিত্ত ক্রেতারা। সবজিতে ব্যাগ না ভরলেও পকেটের টাকা ফুরিয়ে যাচ্ছে।
বেগুনের সাথে সাথে অন্যান্য অনেক তরকারির দামও বৃদ্ধি পেয়েছে। আবার কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে। সবজি বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, চলতি সপ্তাহে আলু ৩৫ টাকা, ঝিঙা ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, লাউ আকৃতিভেদে ৪০-৫০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা,মূলা ২০ টাকা,ঢেঁড়শ ৪০ টাকা কেজি দরে। তাদের সাথে কথা বলে আরও জানা গেছে, বন্যার কারণে চরাঞ্চল প্লাবিত হওয়ায় সবজির সরবরাহ কমে গেছে। এর ফলে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সরবরাহ ঠিক হলে দামও কমে আসবে।