খুলনার পাইকগাছায় অমাবস্যার অস্বাভাবিক জোয়ারের তোড়ে ১৮/১৯ নং পোল্ডারের লতা ইউপির কাঠামারীতে পাউবো বেড়িবাঁধ উপছে গ্রামে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরের জোয়ারেরর চাপে ওয়াপদার বাহির অংশে মৎস্য ঘেরে তলিয়ে বেড়িবাঁধ উপছে পোল্ডারে অভ্যন্তরে পানি প্রবেশ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে ১০/১২ নং পোল্ডারের গড়ইখালীতে বাঁধ ভেঙে বাজার প্লাবিত। কুমখালীর ক্ষুতখালীতে বিপদ জনক বেড়িবাঁধে বালির বস্তা ও মাটি ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অন্যদিকে বুধবার দুপুরে ২৩ নং পোল্ডারের সোলাদানা ইউপির বয়ারঝাপায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। এর পূর্বে কয়েক ঘন্টার জোয়ারের পানিতে এলাকার শত-শত চিংড়ি ঘের, রাস্তা-ঘাট, ঘরবাড়ী ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বেড়িবাঁধ সংস্কার ও মানুষের জান-মাল রক্ষার্থে প্রশাসনের সব ধরণের প্রচেষ্টা আছে এবং এ বিষয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট পাউবো শাখা প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্বাবধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বর, রাজনৈতিক নেতা-কর্মী সহ এলাকার শত-শত মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বুধবার বিকেলে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ মেরামত করে এলাকা রক্ষা করেন। তিনি আরোও জানান, ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের প্রস্তাবনা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন, যা অচিরেই দাতা সংস্থা জাইকার অর্থায়ণে বাঁধের কাজ শুরু হবে।