বুধবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ মাছবাহী একটি পিকআপ ভ্যানে লুকিয়ে রাখা ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ আবদুল আলীম (৩৫) নামে একজনকে আটক করেছে। সে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দূর্লভপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতেথানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসআই এরশাদ মিঞা, এসআই এমদাদুল হক, এসআই নুর ইসলাম, এএসআই অব্দুল জব্বার, এএসআই ইউসুফ আলী, এএসআই আসিফ সরকার, এএসআই শাহিন আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা সদরের আত্রাই নদীর নতুন ব্রীজের উপর পোরশার দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপকে (ঢাকা মেট্রো ন ১৫-৪২৯৪) থামিয়ে তল্লাশী চালালে মাছের নীচে রাখা ৩৯৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পিকআপের যাত্রী আলীমকে আটক করা হয়। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক আলীমকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।