খুলনার পাইকগাছায় ৩৭ ঘন্টা পর কপোতাক্ষ নদের চর থেকে দিনমজুর অহেদ আলী (৪৫)) দফাদারের মৃতদেহ উদ্ধার হয়েছে। খোঁজাখুজিঁর একপর্যায়ে বৃহস্পতিবার (২০আগষ্ট) সকাল ৭টার দিকে রাড়-লীর কলমিবুনিয়া চরে নিহতের মৃতদেহ পাওয়া গেলে থানা পুলিশের এসআই অনিষ মন্ডল স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন। মঙ্গলবার বিকেল ৪টায় সে সহ ৭জন জনৈক মালেকের জমিতে ধান রোপণ করে বাড়ী ফিরছিল। কপোতাক্ষ নদে আলোকদ্বীপ খেয়াঘাটে নৌকায় পার হওয়ার সময় প্রবল পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। অন্যরা কূলে ফিরলেও ফিরেনি অহেদ আলী। সংবাদ পেয়ে স্থানীয়রা রাতভোর উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। এদিকে, পরে দিন বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে তাকে নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করেন। দীর্ঘ সময় ডুবুরিরা বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। সে উপজেলা গদাইপুর ইউপির পুরাইকাঠির মৃতঃ হাতেম দফাদারের ছেলে। নিহতের স্ত্রী সহএক ছেলে এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার (২০আগষ্ট) সকাল ৭টার দিকে স্থানীয়রা রাড়-লীর কলমিবুনিয়া চরে নিহতের মৃতদেহদেখতে পায়।