কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টিএ বিলের টাকা উত্তোল করে উপজেলা ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট থেকে পাচশত টাকা চাদা সহ কর্তন করে দৌলতপুর থেকে সদ্য বদলীকৃত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুন্তাকিমুর রহমানের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সাবেক শিক্ষক সমিতির সভাপতি সহ শিক্ষক নেতারা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার উপজেলার ২১৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট থেকে এ বিদায় অনুষ্ঠানের টাকা উত্তোলন করায় অধিকাংশ শিক্ষকদের মধ্যে অসন্তোস বিরাজ করতে দেখা গেছে।