শেরপুরের নালিতাবাড়ীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস কে অবজ্ঞা ও ধর্মীয় শিক্ষক মাওঃ আবু বক্কর সিদ্দিক কে শাহজাহান বাদশা নামক এক ব্যাক্তি আপমান করার প্রতিবাদে বুধবার সকাল ১১ টায় ছাত্র, শিক্ষক, অভিভাবক এর অংগ্রহনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শাহরিয়ার সৌরভ, শিক্ষক রবিউল ইসলাম, কাঁলা চান, সন্নাসীভিটা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউর রহমান, নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য আঃ হান্নান, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, সভাপতি মোফাজ্জল হোসেন সহ প্রমুখ ব্যাক্তি ব্যাক্তিবর্গ।
সন্নাসীভিটা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু বক্কর সিদ্দিক লিখিত বক্তব্যে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর দিন সন্নাসীভিটা সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুরোধে বঙ্গবন্ধু শাহাদৎ বাষির্কীর আলোচনা ও দোয়া পরিচালনার জন্য যাই। দোয়ার মাঝখানে অত্র প্রাথমিক বিদ্যালয়ের সদস্য শাহজাহান বাদশা প্রবেশ করেন। দোয়া শেষ হতে না হতেই তিনি সকলের সামনে দোয়া করানো হলো বলে আমাকে ভর্ৎসনা করেন এবং রাজাকার বলে অপবাদ দেন এবং লাঞ্চিত করে অশালিন আচরণ করেন। আমি পারিবারিক সূত্রে আওয়ামীলীগার। বিগত দিনে আমি বাঘবেড় ইউনিয়নে আওয়ামী লীগের সহসভাপতি ছিলাম। আমার জানা মতে আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন সভা সমাবেশে অনুপস্থিত থাকিনি। যুদ্ধের সময় আমি শিশু ছিলাম। সেও তাই। ওই সময় আমি রাজাকার হলাম কিভাবে ? অথচ তার পরিবারের সকল সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। উপরন্তু সে আমাকে রাজাকার বলে অপবাদ দেয়। তার এহেন আশালিন আচরনে জাতীয় শোক দিবসের ভাবমুর্র্তি ক্ষুন্ন করার জন্য আমি তার শাস্তি দাবী করছি।
সন্নাসীভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা শিরিন বলেন, আমি শোক দিবসের দোয়া অনুষ্ঠানের দোয়া পরিচালনার জন্য মৌলবী শিক্ষক সিদ্কিুর রহমানকে বলি। দোয়া অনুষ্ঠান শেষ হওয়ার পর নন অফিসিয়াল ভাবে তাদের মধ্যে কথা হয়েছে।
শাহজাহান বাদশা বলেন, ওই শিক্ষকের সাথে আমার কিছু হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে আমার তার সাথে দ্বন্ড ছিল।