মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণায় সারা দেশে এক কোটি বৃক্ষ চারা রোপন কর্মসূচি বাস্তবায়নে পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের ৫ শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে। এ ব্যাপারে সরজমিনে পাথরাজ সরকারি কলেজ পরিদর্শেন গিয়ে দেখা যায়, করানাকালীন সময়ে সরকারি ঘোষণা মোতাবেক শিক্ষা প্রিতষ্ঠান বন্ধ থাকলেও বোদা পাথরাজ সরকারি কলেজ সবুজ বৃক্ষে ভরে গেছে। এ ব্যাপারে সরজমিনে পাথরাজ সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপাপ্ত) আমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, তার নিজ উদ্যোগে এই কলেজ ক্যাম্পাসে কৃষ্ণচুড়া, ইউপিং, বকুল সহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ লাগিয়েছেন। সেই সাথে তিনি পাথরাজ সরকারি কলেজটিকে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাবান্ধন আদশ কলেজ হিসেবে গড়ে তুলার আশাবাদ ব্যক্ত করেন।