করোনাকালীন সময়ে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার আহবান জানানো হচ্ছে। এরই মাঝে শিক্ষকদের প্রাইভেট না পড়ানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয় কক্ষেই রমরমা প্রাইভেট বনিজ্য চালিয়ে যাচ্ছেন অনেক শিক্ষক। বন্ধ হয়নি কোচিং সেন্টারও। চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ খালেক বিদ্যালয় কক্ষেই রমরমা প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী জানান,আঃ খালেক সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনেক ছাত্রকে প্রাইভেট পড়াচ্ছেন স্কুল কক্ষেই। একই অবস্থা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। স্কুল ও কলেজের শিক্ষকরা দিনরাক প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন। ২/৩টি কোচিং সেন্টার বাসা ভাড়া করে গোপনে কোচিং করিয়ে যাচ্ছে। এতে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।