চাটমোহর-পাশর্^ডাঙ্গা জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা সদরের সাথে পাশর্^ড্ঙ্গা ইউনিয়নসহ পাশর্^বতী ফৈলজানা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামবাসীর যোগাযোগের প্রধান সড়ক এটি। দীর্ঘদিন ধরেই এই সড়কে সাধারণ মানুষ ও সকল ধরণের যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও,তা বন্ধ রয়েছে। ফলে এই বর্ষায় ভাঙাচোরা অংশে পানি জমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সম্প্রতি এই রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। মড়কের ইট তুলে ফেলা হয়। বালু ও খোয়াও কিছু অংশে ফেলঅ হয়। কিন্তু অদৃশ্য কারণে এখন সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বেহাল অবস্থা এখন এই সড়কের। ফলে এই রাস্তায় চলাচল করতে যেয়ে সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কী কারণে ঠিকাদার সড়কটির নির্মাণ কাজ বন্ধ রেখেছেন,তা বলতে পারেননি চাটমোহর উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী বললেন,মাঝে কাজ হচ্ছিল। কিন্তু এখন বন্ধ রয়েছে। জানিনা কেন কাজ বন্ধ আছে। এলাকাবাসী দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের হস্তক্ষেপ কামনা করেছেন।